Follow us on Facebook

Tuesday, October 11, 2016


পশু হলেও ভাল হতো

রোমান তালুকদার

মানুষ হলে এই সমাজ নেই ভাবনার কুল।
পশু যারা, পাখি যারা কোথা পায় সে রোজি,
মানুষ যারা আহার তারা সদাই বেড়ায় খুজি।
কাল কি খাবে সেই ভাবনা থাকে না তো পাখির,
রোজির তরে দাগ হয়ে যায় মোদের দুটি আখির।
ঝগড়া ঝাটি মারামারি কিংবা কাউকে খুন,
কোন জন্তুর মাঝে কিন্তু নেইতো এমন গুণ।
পশুর মাঝেই পশু রাজা পশুই থাকে প্রজা,
তাদের মতো মোদের জীবন হোকনা সরল সোজা।
নেইকো তাদের শালা শশুর নেইকো শশুর বাড়ি,
কথায় কথায় নেই অভিমান নেইকো ছাড়াছাড়ি।
ঝড় বাদলের ঝাপটা এলে থাকে সবাই মিলে,
এমন মিলটা খুজে বেড়ায় সদাই আমার দিলে।
দিলটা দিয়ে মিলটা খুজে সদাই যখন চলি,
কখনো হই জবাই আবার কখনো হই বলি
খোদার উপর ভরসা করে সবাই তারা থাকে,
দিন রজনী সকল কাজে এক খোদাকেই ডাকে।
আমরা মানুষ নেই কোন হুশ ছুটি রোজির পিছে,
ধোকায় পড়ে যাই ভুলে যাই জগৎখানা মিছে।
তার চেয়ে আজ ভাল হতো পশু হলে আমি,

নরের চেয়ে খোদার কাছে পশুরাও আজ দামি।

0 comments:

Post a Comment